পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাড়িয়েছে, যেখানে প্রতিটি সচেতন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য্য। বিগত ২০ জুলাই ২০২৩ তারিখ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও প্রসারে প্রত্যেক কামিল/ফাজিল/আলিম/দাখিল মাদ্রাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরীর নির্দেশনা জারি করা হয়।
আমি আনন্দিত হয়েছি যে, নির্দেশনা মোতাবেক শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট তৈরি করা হয়েছে । আশা করি, ওয়েবসাইটটি তথ্যবহুল হবে এবং প্রতিনিয়ত আপডেট থাকবে । ওয়েবসাইট তৈরিকরণের সাথে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ । মাদ্রাসার ওয়েবসাইট ছাত্র-ছাত্রীদের তথ্য প্রযুক্তির ব্যবহার ও জ্ঞান অর্জনে সহায়তা করবে বলে আমি আশাবাদী । সবার জন্য আমার শুভকামনা রইল ।
আলহাজ মো: ছায়েদ আলী
সহ-সভাপতি, গভর্নিং বডি,
শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল মাদরাসা
হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসা
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1309-129781
ই-মেইল: sf.madrasha@gmail.com
ওয়েব: www.saufm.edu.bd