بسم الله الرحمن الرحيم
নাহমাদুুহু ওয়া নুছাল্লি আলা রাসুলিহিল কারীম
শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসা বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান । মাদরাসাটি চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত । ১৯৬৮ ইং সালে প্রতিষ্ঠিত মাদরাসাটি দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।
বর্তমান সময়ে ওয়েব সাইট একটি যুগোপযোগী উন্নত যোগাযোগ মাধ্যম । আমরা অত্যন্ত আনন্দিত যে, মহান আল্লাহর মেহেরবাণীতে মাদরাসার ওয়েব সাইট চালু করতে পেরেছি । এর ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিবাবকগণের পক্ষে
মাদরাসার যাবতীয় কার্যক্রম সম্পর্কে তথ্য জানা সহজতর হবে এবং সাধারণ তথ্য জানার জন্য শিক্ষার্থীদের অফিস কক্ষে ভীড় জমানোর প্রয়োজন হবে না । দেশ-বিদেশের যে কোন জায়গা থেকে মাদরাসার একাডেমিক কার্যক্রমের সকল তথ্য সহজেই জানা সম্ভব হবে ।
প্রযুক্তিগত সকল কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেবার লক্ষে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি ।
হাফিজ মাহবুব আহমদ সালেহ
এম.এম (হাদিছ)২য় শ্রেনি, এম.এ (ইস: স্টা:) ১ম শ্রেণি ১ম স্থান।
অধ্যক্ষ
শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল মাদরাসা
হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসা
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1309-129781
ই-মেইল: sf.madrasha@gmail.com
ওয়েব: www.saufm.edu.bd